জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি :   “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্ব অগ্রগতি” স্লোগানে যশোর জেলার অভয়নগর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও যুব ঋণের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। (১২ আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে যুব দিবস উদযাপন করা হয়। শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ করে তা পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। এ সময়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন। যুবকদের মধ্যে সফল আত্মকর্মী হিসাবে বক্তব্য রাখেন, সাদু পানিতে মাছ ও সাথী ফসল হিসেবে ঝিনুকের মধ্যে মুক্তা চাষি আব্দুর রহমান। তিনি বলেন, আমার একটি পুকুর আছে, যেখানে মাছ চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে ঝিনুকের মধ্যে মুক্তা চাষ করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা তরুণ যুবকদেরকে মুক্তা চাষের প্রশিক্ষণ দিয়ে থাকি। একজন যুব সংগঠকের নাম শাহানাজ বেগম। তার বাড়ি শংকরপাশায়।


বিজ্ঞাপন

তিনি জীবনে সফল হওয়ার গল্প শোনান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো: সিয়াম হোসেন। যুব দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে যুব দিবসের শপথ পাঠ করান। শপথ পাঠ শেষে তিনি বক্তব্য বলেন, এক সময়ে উল্লেখযোগ্য ছিলো নলেজ ইজ পাওয়ার, অর্থ- জ্ঞানই শক্তি।


বিজ্ঞাপন

বর্তমানে উল্লেখযোগ্য হলো ইনফরমেশন ইজ পাওয়ার। অর্থ- তথ্যই শক্তি। এই মুহুর্তে যার কাছে যত বেশি তথ্য আছে। সেই ব্যক্তি তত বেশি শক্তিশালী। বাংলাদেশে ভুমির তুলনায় জনসংখ্যা বেশি হওয়ায় সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে জনসম্পদ কাজে লাগাতে হবে। এজন্য প্রয়োজন যুবকদেরকে দক্ষতা বৃদ্ধি করা। প্রতিটি যুবকদের উচিত ঘুম থেকে উঠে দিনে অন্তত একটি ভালো কাজ করা।

অনুষ্ঠানের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সারা বাংলাদেশের যুবকদের প্রশিক্ষণ দিয়ে সনদপত্র বিতরণ করেন। এতে তারা (যুবকরা) দক্ষতা বৃদ্ধি করতে পারেন। ফলে যে কোনো ধরনের উদ্যেক্তা হয়ে যুবকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেন।

এ বছর ১৮ জন প্রশিক্ষণ নেওয়া যুবককে ১৮ লক্ষ ৪০ হাজার টাকার ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। এই অফিস থেকে ২ হাজার ৮ শ” ৪৫ জন যুবকদেরকে সর্বমোট ৭ কোটি ৫৩ লক্ষ ৮ হাজার ৫শ” টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময়ে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা যুবকদের হাতে বিভিন্ন ফলজ গাছের জোড় কলম চারা বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *