মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মাদক বিরোধী অভিযানে ৭ কেজি গাজাসহ গোয়েন্দা পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক। নড়াইল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড নামক স্থান থেকে গোয়েন্দা পুলিশের এসআই আলী হোসেন এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। গোয়েন্দা পুলিশের এসআই আলী হোসেন,সাংবাদিক মো:রফিকুল ইসলামকে জানান,নড়াইল পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় এবং ডিবি ওসি স্যারের নেত্রীত্বে গোপন সংবাদের ভিত্তিতে,এএসআই সেলিম মুন্সি,কনেষ্টোবল মোঃ মুকুল হোসেন,কনেষ্টোবল মোঃ মোহাইমিন,(২০ জানুয়ারি) শুক্রবার সকাল ৭-৩০ মিনিটের সময় নড়াইল পৌর-সভা’র হাতিরবাগান বাসস্ট্যান্ড নামক স্থানে কুমিল্লা থেকে বাসের যাত্রি বেশে এসে একজন নামে এবং তাকে রিসিভ করার জন্য হাতিরবাগান বাসস্ট্যান্ডে আরেকজন দাড়িয়ে থাকে এর কিছু সময় পর কুমিল্লা থেকে আসা ব্যক্তি বাস থেকে ব্যাগ হাতে করে হাতিরবাগান বাসস্ট্যান্ডে নামে,এসময় দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে,তাদের শরীর ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৭ কেজি গাজা উদ্ধার পূর্বক মো:শাহজালাল (২৪),পিতা-মৃত আবুল মিয়া, সাং-রাজেশপুর,
থানা-কুমিল্লা সদর দক্ষিণ,জেলা-কুমিল্লা ও মো:রাব্বি শিকদার (৩২),পিতা-রাজ শিকদার,সাং-সিটি কলেজপাড়া,থানা-কোতয়ালী,জেলা-যশোরকে আটক করে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা পুলিশের এসআই আলী হোসেন আরো জানান,পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় ও ডিবি ওসি স্যারের নেত্রীত্বে নড়াইল জেলাকে মাদক মূক্ত করার অঙ্গিকার নিয়ে নড়াইল জেলা পুলিশ সর্বদা মাদকের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে,এবং নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।