সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধার জমি দখল ও চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Uncategorized অন্যান্য



সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফার পরিবার সংবাদ সম্মেলন করেছে।

সোমবার(৩০ জানুয়ারি) দুপুর ১২ টায় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র স্ত্রী শাহানা পারভীন লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ দিন যাবত শিমলা বাজারস্হ সীমানা প্রাচীরের মধ্যে বসতবাড়ীসহ ১টি দোকান ঘর ভাড়া দিয়ে ভোগ করে আসছে । তার সীমানার মধ্যে খালি জায়গায় বহুতল বিশিষ্ট আবাসিক অবকাঠামো নির্মাণে লে-আউট প্লান অনুমোদন সাপেক্ষে নির্মাণ কাজ চলমান রয়েছে। একই এলাকার মৃত আফর আলীর ছেলে প্রভাবশালী আব্দুর গফুর ও আব্দুল আজিজসহ তার কিছু ভাড়াটিয়া লোকজন ৫ লাখ টাকা দাবী করেন তার কাছে। টাকা না দেওয়ায় নির্মানাধীন ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে তারা। মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলা সহ বিভিন্ন সময় অসদাচরণ ও গালমন্দের প্রতিবাদ করলে রড় দিয়ে মারধর করার উদ্যত পরিস্থিতি সৃষ্টি এবং সর্বদাই উৎপেতে থেকে নজরে রাখায় নিরাপত্তাহীনতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ প্রশাসনের কাছে সহযোগীতা কামনা ও প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানা পারভীন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র বড় মেয়ে মমতা পারভীন ও ছেলে তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *