নিজস্ব প্রতিবেদক ঃ শনিবার ৪ ফেব্রুয়ারী, মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, ডিটিএস, সিআইডি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন (বিশেষ) কোর্স- ৬ ষ্ঠ ব্যাচ এর শুভ উদ্বোধন করেন হুমায়ুন কবির, বিশেষ পুলিশ সুপার, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, বাংলাদেশ পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উদ্বোধনী দিনে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম সিআইডিতে যোগদানের পর আধুনিক যুগের ক্রমবর্ধমান ফাইন্যান্সিয়াল ক্রাইম ও মানিলন্ডারিং বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং তার আন্তরিক ইচ্ছা ও দিক নির্দেশনায় সিআইডিতে কর্মরত তদন্তকারী ও তদারকী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের জন্য ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন (বিশেষ) কোর্স এর কার্যক্রম শুরু হয়। কোর্সটির মেয়াদ ৫ অর্ধ কার্যদিবস।
