নিউজ ডেক্সঃ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার এসআই কামরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে (১২ ফেব্রয়ারি) রবিবার এএসআই শেখ সাইদুর রহমান,এএসআই ইব্রাহিম,সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি ঢাকার উত্তরা এবং সচিবালয় এলাকায় ওয়ারেন্টের পলাতক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালানা করে,অভিযানে প্রতারক চক্রের হোতা সাবেক দুই ইউপি সদস্য মোট ০৬ টি ওয়ারেন্ট এর পলাতক আসামী ০১। ইউসুফ শেখ (৫০),পিতা-মৃত তৈয়ব আলী শেখ,সাং-পাকুরতিয়া,০২। সুশীল কুমার সমাদ্দার (৬০), পিতা-মৃত অতুল চন্দ্র সমাদ্দার,সাং-ভৈরব নগর,উভয় থানা-টঙ্গিপাড়া,
জেলা-গোপালগঞ্জ দ্বয়কে গ্রেফতার করা হয়েছে। ইউসুফ শেখ এর বিরুদ্ধে এস/সি-৬/২০২০ মামলায় ০১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড এবং আরো ০২ টি প্রতারনা মামলা সহ মোট ০৪ টি মামলার ওয়ারেন্ট রয়েছে,মামলাগুলি ওয়ারেন্ট হওয়ার পর সে টুঙ্গীপাড়া থেকে ঢাকায় গিয়ে আত্মগোপন করে। সুশীল কুমার সমাদ্দার এর বিরুদ্ধে সেশন-১৬৮/১৭ মামলায় ০১ বৎসরের সশ্রম কারাদন্ড ও ১৮ লক্ষ ৫০,০০০/-টাকা অর্থদন্ড এবং অন্য ০১ টি মামলায় ০১ বৎসরের কারাদন্ড,পুলিশ সুত্রে জানা যায়। ০২ টি মামলাই প্রতারনা মামলা এবং তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আছে,ওয়ারেন্ট হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ টুঙ্গীপাড়া থেকে ঢাকায় আত্মগোপন করে আছে। আসামীদেরকে গ্রেফতার পূর্বক টুঙ্গীপাড়া থানা হাজতে প্রেণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামী’রা জানায় তারা উভয় ডুমুরিয়া’র সাবেক ইউপি সদস্য।
