নিজেরা ট্রাফিক আইন মেনে চলুন,অন্যকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করুন,পুলিশ সুপার

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
সড়ক দুর্ঘটনা পরিহারের লক্ষ্যে আজ (২ মার্চ) বৃহস্পতিবার নড়াইল পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং করেন,পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। পুলিশ সুপার বলেন,একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মৃত্যু বা দুর্ঘটনা কখনো ধনী-গরীব ও প্রভাবশালীদের কাউকে চেনে না। নিজেকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ সময় তিনি সকল পুলিশ সদস্যকে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো,গতি সীমা অতিক্রম না করা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেন। এছাড়া তিনি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থি ছিলেন।।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *