ডিএনসি’র টেকনাফ বিশেষ জোনের মাদক বিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা সহ ১ জন আটক

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ১০ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আবদুল মজিদ (১৯) কে আটক করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গতকাল রবিবার ৫ মার্চ রাত ৮ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে ১০ হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আবদুল মজিদ (১৯) কে গ্রেফতার করে।

মো: সিরাজুল মোস্তফা আরও জানান গ্রেফতারকৃত আসামী টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার হাফেজ আহমদ এর ছেলে আবদুল মজিদ (১৯) টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা। তাকে গ্রেফতার করায় তার সিন্ডিকেট সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা দায়ের করেছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *