নড়াইলে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায়,সুকৌসলে ডেকে সাংবাদিককে হত্যা চেষ্টা

Uncategorized অপরাধ আইন ও আদালত আন্তর্জাতিক উপ-সম্পাদকীয়/মতামত জাতীয় সারাদেশ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ তরিকুল ইসলামকে মারপিট করেছে সন্ত্রাসী’রা। এ সময় তার কাছে থাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ও কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনী। (৮ মার্চ) বুধবার রাত ৯টার সময় বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক তরিকুল ইসলাম নড়াগাতী গ্রামের মৃত-সিরাজ ফকিরের ছেলে। তিনি বর্তমানে গ্রুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,গত বুধবার রাত পৌনে ৯টার দিকে ওই গ্রামের সমির শেখ নামে এক ব্যক্তি ফোন করে জানায়,পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখ এর বাড়িতে যোগানিয়া গ্রামের ছবুর তালুকদারের ছেলে জসিমকে অপকর্মের দায়ে আটকিয়ে মারধোর করছে। তাৎক্ষণিক বিষয়টি নড়াগাতী থানা পুলিশকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে পৌছালে,বাবর শেখ (৫৫) সহ ওই গ্রামের জাফর শেখ (৪৫) পিতা-মৃত মঘফুল শেখ,আহম্মাদ বিশ্বাস (৩৫),সামিম বিশ্বাস (৩৮) সুমন বিশ্বাস (৪০),ইমন বিশ্বাস (২২) সর্ব পিতা, মৃত-মজনু বিশ্বাস,আকাশ শেখ (২১) পিতা জাফর শেখ,খায়রুল শেখ (৩৫) জাজিম শেখ (২৭) উভয় পিতা,হোছিয়ার শেখ,রিয়াজুল সরদার (৩৫) পিতা মৃত- হানেফ সরদার,হোসাইন কাজী (৩৫) হাচান কাজী (৩৫),উভয় পিতা,ওবায়দুল কাজী,আসাদ শেখ (২১) পিতা তয়েব শেখ,মেহেদী শেখ (২১) পিতা হোসেন শেখ,হাফিজুর শেখ (৪০) পিতা খোকা শেখ,বাসার শেখ (২১) পিতা শাহাজান শেখসহ ১৫/২০ জন পরিকল্পিত ভাবে এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় হামলাকারী’রা লোহার রড,বাঁশের লাঠি,হাতুড়ি গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কিলঘুষি শুরু করে। পরে নড়াগাতী থানা পুলিশ তাকে উদ্ধার করে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন,এ বিষয়ে কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। অনুসন্ধানে জানা যায়,পশ্চিম ডুমরিয়া গ্রামের নাম পরিচয় জানাতে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান,নড়াগাতীতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ক্ষমতা বেশি,এজন্যই সাংবাদিকদের ডেকে নিয়ে হত্যা চেষ্টা করে,এই মাদক ব্যবসায়ী’রা যুব সমাজকে ধ্বংস করছে মাদক দিয়ে। নড়াগাতীতে এ সন্ত্রাসী’রা যেটাই চাইবে,সেটাই ইবে বা হয়ে থাকে। এদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা বন্ধ করতে পারছে না প্রশাসন,কোন না কোন ভাবে প্রশাসনের হাত থেকে বেঁচে যাচ্ছে। এদের বিপক্ষে বা এদের বিরুদ্ধে কেউ কথা বললে বা প্রতিবাদ করলে তার উপরে সুরু হয় হাতুড়ি পিঠা। সাংবাদিক তরিকুল ইসলাম এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করতে তথ্য অনুসন্ধানে খোঁজখবর নেন এবং বিভিন্ন লোকের কাছ থেকে তথ্য নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর কিছুদিন মাদক ব্যবসায়ী’রা গা ঢাকা দিয়ে থাকলেও পরে আবারো শুরু করে ব্যবসা। মাদক ব্যবসা বন্ধ করায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী’রা সুকৌশলে সাংবাদিককে ডেকে নিয়ে হত্যা চেষ্টা করে বলেও জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *