নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ১৯ মার্চ বিকাল সাড়ে ৩ টায় মুন্সীগঞ্জ এর সদর উপজেলায় খালিস্ট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম করা হয়।
ধলেশ্বরী বেকারীতে মনিটরিং কালে দেখা যায় যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে, উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করা হচ্ছে না এবং নিষিদ্ধ অ্যামোনিয়া সালফেট ব্যবহার করার অপরাধে বেকারী টিকে ৮০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো: আব্দুস সালাম। ব্যাটালিয়ন আনসার একটি টিম ও জেলা মার্কেটিং অফিসার এবিএম মিজানুল হক অভিযানে সহযোগিতা করেন।