নড়াইলের তুলারামপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দির সংস্কারে মাশরাফী’র ৫০ হাজার টাকা বিতারণ
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দিরে সংস্কারের জন্য ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্তাপনা মন্ত্রালয়ের অধীনে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা (এমপি) ৫০ হাজার টাকা করে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিতারণ করেন। (৫ এপ্রিল) বুধবার মাশরাফী বিন মোর্ত্তজা (এমপি’র) পক্ষ থেকে (এমপি’র) প্রতিনিধি মো:মিজানুর রহমান (মিজান) এ সকল প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে টাকা তুলে দেন। ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্তাপনা মন্ত্রালয়ের অধীনে,মসজিদ, মন্দির ও রাস্তা’র ইটের সলিং সংস্কারের জন্য নগদ ৫০ হাজার টাকা বরাদ্দকৃত প্রতিষ্ঠান হলো,নড়াইল সসদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা উত্তর পাড়া জামে মসজিদ,পেড়লী পচ্চিম পাড়া জামে মসজিদ,চাচড়া হরিতলা মন্দির,চাচড়া শিবুতলা মন্দির,বড়মিতনা দূর্গা মন্দির,বেতেঙ্গা দূর্গা মন্দির,
তুলারামপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তা’র ইটের সলিং করা বাবদ এই টাকা প্রদান করেন,নড়াইল ২ আসনের মানবিক মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা (এমপি)। এদিকে,নড়াইল ২ আসনের মানবিক মাননীয় সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা (এমপি) নির্বাচিত হওয়ার পর থেকেই মসজিদ মন্দির ও রাস্তা সংস্কারের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং প্রতিনিধি মিজানুর রহমান (মিজান) এর হাত দিয়ে তুলারামপুর ইউনিয়নের এ সকল প্রতিষ্ঠানের সংস্কারের জন্য নগদ টাকা বিতারণ করা হয়েছে।