নিজস্ব প্রতিবেদক ঃ এদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। অপরদিকে কর্মক্ষম যুবসমাজ নিজ, পরিবার ও সর্বোপরি দেশের অবস্থা উন্নয়নে প্রবাসে কঠোর পরিশ্রম করতেও দ্বিধা বোধ করে না। এহেন পরিস্থিতিতে বেশ কিছু প্রতারক চক্র প্রবাসে পাঠানোর ভুয়া বিজ্ঞাপন অনলাইনে দিয়ে যুবকদের আকৃষ্ট করে, তাদের পাস্পোর্ট আটকে রেখে, তবে মাইগ্র্যান্ট না করেই বার বার মেডিকেল করিয়ে প্রতারণা করে আসছিল।
এই রকম কয়েকটি অভিযোগের ভিত্তিতে ‘প্রবাস ভোরের খবর মালয়েশিয়া’ ফেসবুক পেজের এডমিন জনৈক ওহেদুল ইসলামকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম শনাক্ত করে ঢাকার বনানি এলাকায় তার লাইসেন্স বিহীন অনুমদনহীন অফিস থেকে গেফতার করেন। তার কাছ থেকে ১৭ টি পাস্পোর্ট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিএমপি এর মিরপুর মডেল থানার, এফআইআর নং-৫৩, তারিখ- ২৮ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ২২/২৩/৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং বনানী থানার মামলা নং ১ তারিখ ০১/০৩/২০২৩ ধারা ৩ এর (চ), পাস্পোর্ট অপরাধ আইন, ১৯৫২ রজু করা হয়।