মামুন মোল্লা (খুলনা) ঃ বৃহস্পতিবার ৬ এপ্রিল, দুপুর সাড়ে ১২ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র সদরদপ্তরস্থ সম্মেলন কক্ষে কেএমপি’র পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা এর সভাপতিত্বে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর-২০২৩ উপলক্ষে খুলনা মহনগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে নিম্নবর্ণিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়, বিষয় গুলো যথাক্রমে, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা। ভেজাল পণ্য বিক্রয় ও সরবরাহ হতে বিরত থাকা। অবৈধভাবে পণ্য মজুদ না করা। বাজার সিন্ডিকেট না করা। প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা। প্রতিটি বাজার ও দোকানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা।
নিরাপত্তার স্বার্থে প্রতিটি মার্কেট ও দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা। নিজস্ব স্বেচ্ছাসেবক এর ব্যবস্থা রাখা।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা-সহ খুলনা মহনগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।