নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ১৪ এপ্রিল, সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে ড. চিত্রলেখা নাজনীন জেলা প্রশাসক রংপুর এর সভাপতিত্বে “বাংলা নববর্ষ-১৪৩০” উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা নগরীর টাউন হল চত্বর হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জিলা স্কুল বটতলা বৈশাখী চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ।
“বাংলা নববর্ষ-১৪৩০” উপলক্ষে উক্ত র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ মো: আবু জাফর; রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ, এ.এফ.এম. আনজুমান কালাম বিপিএম (বার); রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি/সদরদপ্তর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে) মোঃ আবু বকর সিদ্দীক; রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম; জেলা পুলিশ সুপার, রংপুর মোঃ ফেরদৌস আলী সহ উপস্থিত ছিলেন বিপ্লব প্রসাদ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রংপুর জেলা; নবীউল্ল্যাহ পান্না, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর; জসিম বিন জুম্মন, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ।