নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার পহেলা বৈশাখ ১৪৩০, বাংলা নববর্ষ। পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের প্রথম দিন নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ।
বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গন থেকে সকাল ৯ টায় শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা এবং জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রেঞ্জ ডিআইজি বরিশাল এস এম আখতারুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বীর বিক্রম (এসপি) অবঃ মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক মন্ডলী কোমলমতি শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার ব্যক্তিবর্গ । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।