শ্যামল দাস টিটু : বিএনপি কেন আন্দোলনে নামছে না , বিএনপি কেন সরকারের বিরুদ্ধে জ্বালাও পোড়াও শুরু করছে না ? আন্দোলন শুরু করলেইতো সফল হতে পারতো! শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেত! আওয়ামীলীগের নেতাকর্মীরা পথে ঘাটে মার খেত!
এমন দৃশ্য দেখার জন্য যারা বসে ছিল, তারাই এখন বিএনপির উপর বিরক্ত হয়ে বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করার চিন্তাভাবনা করছে বলে বিএনপির আবহাওয়া অধিদপ্তর আভাস দেয়া শুরু করে দিয়েছে।
এদের সাথে গুটিকয়েক বামাতি আঁতেল বেশী ক্ষুব্ধ হয়ে যাচ্ছিল , হাহুতাশ করছিল ঘরে বসে বসে । নিজেদের চুল নিজেরাই ছেড়া শুরু করে দিয়েছিল বলে পূর্বাভাস দিচ্ছে জামাতির আবহাওয়া অধিদপ্তর।
বিএনপি আন্দোলনে না নামায় বিএনপি বাদে যাদের এমন গাত্রদাহ শুরু হয়েছিল, এই তাপদাহে তাদের প্রত্যেকের জন্য এক গ্লাস করে কাচা আমের শরবত পাঠালাম। এক চুমুকেই খেয়ে শুয়ে পড়ুন চুপচাপ । আবার মাগনা পেয়ে বেশী খাইয়েন না কলাম । তাইলে আবার মুতে চাপ দেবেনে! জয়বাংলা