নিজস্ব প্রতিনিধি ঃ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোস্ট এলাকা থেকে ৮১৬ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ১৮ মে, ১২ টা ১০ মিনিটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হবে।
উক্ত তথ্যের ভিত্তিতে উক্ত ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক এর নেতৃত্বে বাকাল চেকপোস্টের একটি চৌকষ আভিযানিক টিম আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে। এসময় কতিপয় ব্যক্তি মোটর সাইকেলযোগে উল্লেখিত এলাকায় আসার পর বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তাদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম যার বর্তমান মূল্য ৬৮,০০,৭৭৮ (আটষট্টি লক্ষ সাতশত আটাত্তর) টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।