স্পোর্টস ডেস্ক : আইসিসির সফরসূচি অনুযায়ী আগামী জানুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু এ সফর নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কেননা পাকিস্তান সফরের কথা শুনলেই একটা আতঙ্ক ভর করে ক্রিকেটারদের চোখেমুখে। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অনিয়মিত। যদিও নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও টেস্ট ক্রিকেট খেলতে নারাজ। সেজন্য দুবাইকে টেস্ট সিরিজের ভেন্যু হিসেবে বেছে নেয়ার প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুবাইয়ে সিরিজ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ পৃথক দেশে আয়োজনের সুযোগ নেই।
এমতাবস্থায় পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা তাই কাটছেই না। এ বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, পাকিস্তানের প্রস্তাবের বিপরীতে এখনো নিজেদের মতামত জানায়নি বিসিবি। ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের একটা শিডিউল পাঠিয়েছে। সেটা আমরা এখনো পর্যালোচনা করিনি। তবে শীঘ্রই আমরা আমাদের মতামত ওদের জানাবো। চূড়ান্ত ফাইনাল করে আপনাদের (গণমাধ্যমকে) জানাবো।