স্বর্নের বারসহ আটককৃত স্বর্ণ চোরাকারবারি।
নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১১টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি।
শনিবার ২৪ জুন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্বপূর্ণ ঝাঝাডাঙ্গা পাকা রাস্তার পার্শে এ্যাম্বুশ করে।
আনুমানিক সকাল সাড়ে ১০্ টায় একজন ব্যক্তি পাঁয়ে হেটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তর দিকে যেতে দেখলে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলকে দেখে উক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল দুই ভাগে বিভক্ত হয়ে তাকে ধাওয়া করে আটক করে।
পরবর্তীতে বিজিবি টহলদল আটককৃত মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা- মোঃ শুকুর আলী, গ্রাম- পারকৃষ্ণপুর, পোষ্ট+থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা এর দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকায়িত সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৮১৬ গ্রাম ওজনের ছোট বড় ১১টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে নায়েক মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি, পরিচালক জানান, জাতীয় ও জনস্বার্থে বর্ডর গার্ড বাংলাদেশ বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।