নিজস্ব প্রতিনিধি : রবিবার ৯ জুলাই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তারা সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে, নিকো ফুড ইন্ডাস্ট্রিজ, বালুচর, সিলেট এর উৎপাদিত জেলি পণ্যের অনুকূলে ইস্যুকৃত সিএম লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দ্রুত সিএম সনদ নবায়নের তাগিদ দেওয়া হয়।
রিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, ইলেকট্রিক সাপ্লাই, আম্বরখানা, সিলেট এর উৎপাদিত সফট ড্রিংক পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নাবায়ন বাবদ ধার্যকৃত বিল বকেয়া থাকায় দ্রুত বিল পরিশোধের তাগিদ দেওয়া হয়।
এবং আলী ভেরাইটিজ স্টোর, শান্তিবাগ, সিলেট এর ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দ্রুত ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌঃ মরিয়ম , সহকারী পরিচালক ( মেট) ও মো. ইয়াছির আরাফাত ফিল্ড অফিসার ( সিএম) অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলেট বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌঃ মরিয়ম , সহকারী পরিচালক ( মেট) ও মো. ইয়াছির আরাফাত ফিল্ড অফিসার ( সিএম) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই, সিলেট বিভাগীয় অফিসের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।