নিজস্ব প্রতিনিধি : গতকাল বুধবার ১৯ জুলাই, জামালপুর জেলায় বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) ও বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় অফিসের সমন্বয়ে ওজন ও পরিমাপ সংক্রান্ত বিষয়ে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সাভিল্যান্স অভিযান পরিচালনা কালে মেসার্স দেশ ফিলিং স্টেশন,হরিপুর, সদর,জামালপুর এর ০৪ টি ডিসপেন্সিং মেশিন যাচাইকালে ০৪ টি সঠিক পাওয়া যায়।মেসার্স ইসলাম পেট্রোলিয়াম, চরপলিশা, মেলান্দহ এর ০৩ টি ডিসপেন্সিং মেশিন যাচাইকালে ০৩ টি সঠিক পাওয়া যায়। মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশন, ইসলামপুর, জামালপুর এর ৩ টি ডিসপেন্সিং মেশিন যাচাইকালে ৩ টি সঠিক পাওয়া যায়। মেসার্স রোকেয়া ফিলিং স্টেশন, নারকেলি, জামালপুর এর ৩ টি মেশিন যাচাইকালে ৩ টি সঠিক পাওয়া যায়। মেসার্স খাজা ফিলিং স্টেশন,মধুপুর রোড,জামালপুর এর ৩ টি মেশিন যাচাইকালে ৩ টি সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযানে দায়িত্ব পালন করেন, সঞ্জয় কুমার সাহা, সহকারী ব্যবস্থাপক,পদ্মা ওয়েল কো. লিমিটেড। সৈয়দ মোঃ জাহাঙ্গীর আলম,সিনিয়র অফিসার,যমুনা ওয়েল কো. লিমিটেড। মোঃ এস.কে. মঈন উদ্দিন চৌধুরী, সিনিয়র অফিসার,মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
উক্ত অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ আমির হামজা পরিদর্শক (মেট.) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ আমির হামজা পরিদর্শক (মেট.) আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।