নিজস্ব প্রতিনিধি : “ সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ২৩ জুলাই, সকাল ১০ টূয় ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে জেলা প্রশাসক, রংপুর মোহাম্মদ মোবাশ্বের হাসান এর সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রশিদুল হক, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), রংপুর রেঞ্জ, রংপুর, মো: মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, মো: ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর, এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর, মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), রংপুর।
এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।