কুটনৈতিক বিশ্লেষক : বাংলাদেশ এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ বেগ পাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শুইগো ঘোষণা দিয়েছেন, তার দেশ এশিয়া প্যাসিফিক অঞলের রাষ্ট্রগুলোর সাথে সামরিক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন নব্য সাম্রাজ্যবাদের বিপক্ষে ভিয়েতনাম, বাংলাদেশ,ইন্দোনেশিয়া, মায়ানমার, মঙ্গোলিয়া এবং লাওসের সাথে এক হয়ে রাশিয়া কাজ করবে।এদিকে প্রেসিডেন্ট পুতিন বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের ডিজি আলেক্সি লিখাচেভ এর সাথে একটি বৈঠকে অংশ নিয়েছেন। এসময় রোসাটম ডিজি বাংলাদেশে নব নির্মিত পারমাণবিক কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে বিস্তারিত অবহিত করেন।
তিনি জানান রাশিয়ার সহযোগিতায় বিশ্বের বুকে আরেকটি দেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
উল্লেখ্য, রোসাটাম ডিজি গতমাসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকে নিউক্লিয়ার ফুয়েল ডেলিভারি নিয়ে আলোচনা করেন। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)