নিজস্ব প্রতিনিধি : যশোর সদর উপজেলার শিল্পাঞ্চল খ্যাত বসুন্দিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র বসুন্দিয়া মোড়ে মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বসুন্দিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১২ টায় বসুন্দিয়া মোড় রেল ক্রসিংএর পশ্চিম পাশে শিমু প্লাজায় এই ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নিতা কোম্পানী’র (নিটল টাটা মটরস) ডিজিএম, এমএম মিজানুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিতা কোম্পানীর এজিএম ডাঃ সৈয়দ জামিল আহমেদ, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কাজী আব্দুল আজিজ, অভয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ কামরুজ্জামান।
অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি আবু তাহের, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ গফ্ফার রহমান, প্রচারও সম্পাদক অমল কৃষ্ণ পালিত।
বক্তারা তাদের বক্তব্যে, মানব চিকিৎসা সেবায় এমন প্রতিষ্ঠানের যাত্রাকে স্বাগত জানিয়েছেন, এবং মানুষকে দক্ষ-অভিজ্ঞতার আলোকে চিকিৎসা প্রদানের আহ্বান জানান।
বসুন্দিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারের পরিচালক, অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলাম মান্নু বলেন, অত্র অঞ্চলের মানুষদের চিকিৎসাসেবা নিতে অনেক দূরে যেতে হয়, তাদের কথা ভেবে উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। তিনি উন্নত ও যথাযথ চিকিৎসা সেবা প্রদানে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্দিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার কমপ্লেকের স্ত্বাধিকারী সৈয়দ বিল্লাল হোসেন সহ বসন্দিয়া ও পার্শবর্তি অঞ্চলের ডাক্তার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, প্রেসক্লাব বসুন্দিয়ার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ গফ্ফার রহমান।