নিজস্ব প্রতিনিধি : শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম এর সঠিক দিক নির্দেশনায় সখিপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই শেখ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর, সখিপুর থানাধীন চর সেনসাস পূর্ব বালাকান্দি এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে।
উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ৩ জন মাদক ব্যাবসায়ীকে ৪৬৭২ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ মোহাম্মদ ছপীর@ছফুর@ পুতু পিতাঃ মৃত আলী জোহার, সাং-চাদের বাড়ি,হাঙরকুল,দক্ষিণ ঢেমশা, সাতকানিয়া চট্টগ্রাম, মাহবুবুর রহমান ফিরোজ (৩৮), পিতা মৃত মোকছেদ ফকির, সাং উত্তর বালিয়াতলী (ফকির বাড়ি), থানা মুলাদী, জেলা বরিশাল, এবং রোকসানা আক্তার (২৩), পিতা- মোঃ শামসুল আলম, সাং-রইক্ষ্যং পশ্চিম পাড়া গঞ্জক্যা মুড়া, ওয়ার্ড নং ৩, হোয়াইক্ষ্যাং ইউপি, থানা টেকনাফ, জেলা কক্সবাজার।
উল্লেখিত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ৪৬৭২ ( চার হাজার ছয় শত বাহাত্তর ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১,৪০১,৬০০ টাকা।
শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে দেশের যুব সমাজ কে মাদকের ভয়াল ছোবল থেকে মুক্তি দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি বিশেষ শ্রদ্ধা রেখে শরীয়তপুর জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।