আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য পণ্যের বাজার  মূল্য স্বাভাবিক রাখতে রাজধানী সহ সারা দেশে ভোক্ত অধিদপ্তরের অভিযান

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানী সহ  দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার  মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ  বাজার তদারকি  অভিযান পরিচালিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ সোমবার  ২৫ সেপ্টেম্বর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা রাজধানী সহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করা হয়।

আজ রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে।এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ  ৪৬টি জেলা শহরে  একযোগে এ অভিযান পরিচালিত হয়।

আজ সারাদেশে ৪৮টি টিম কর্তৃক ৬০টি বাজারে বাজার অভিযানের মাধ্যমে ৯৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২,৯৯,০০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় ও জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম পরিচালনা  অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *