ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল কর্তৃক রাজধানীর  বনানীর করাইলে ইউনিসেফ সমর্থিত চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব পরিদর্শন 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  আজ শনিবার ৩০ সেপ্টেম্বর,  ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক অংশীদারিত্বের পরিচালক পিটারিস উস্তুব, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ইইউ ইনক্লুসিভ গভর্ন্যান্সের টিম লিডার এনরিকো লরেঞ্জন, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট এবং ইউনিসেফের শিশু সুরক্ষা ব্যবস্থাপক এলিসা ক্যালপোনা বনানীর করাইলে ইউনিসেফ সমর্থিত চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব পরিদর্শন করেছে।


বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা এবং ইউনিসেফের প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই চাইল্ড প্রোটেকশন কমিউনিটি হাব পরিচালনা করে। এই উদ্যোগের লক্ষ্য হল শিশু ও মহিলাদের বিরুদ্ধে ক্ষতিকর অনুশীলন এবং সহিংসতা প্রতিরোধ করা। যুব ও ক্রীড়া কর্তৃক প্রদত্ত উন্নয়নের জন্য সচেতনতামূলক সেশন এবং খেলাধুলার মাধ্যমে।


বিজ্ঞাপন

এই উদ্যোগের লক্ষ্য হল সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশু ও মহিলাদের বিরুদ্ধে ক্ষতিকারক অনুশীলন এবং সহিংসতা প্রতিরোধ করা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় সকল শিশুদের উন্নয়নের জন্য খেলাধুলার প্রচার করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *