নিজস্ব প্রতিনিধি : সবুজ বাংলাদেশকে সবুজতর করার প্রত্যয়ে বৃক্ষরোপনের আহবান জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম। পিবিআই শেরপুর জেলা কর্তৃক শেরপুরের সদর থানার মধ্যশেরী এলাকায় অধিগ্রহণকৃত জমি পরিদর্শনকালে বৃক্ষরোপণের সময় তিনি এ কথা বলেন।
গতকাল ১লা নভেম্বর, খ সকালে পিবিআই প্রধান তাঁর সহধর্মিণী ডা. জয়া মল্লিককে সঙ্গে নিয়ে অধিগ্রহণকৃত জমিতে ১ টি বকুল এবং ১ টি লিচু গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই জামালপুর জেলার ইউনিট ইনচার্জ (অতিঃ দায়িত্বে-পিবিআই শেরপুর জেলা) ও তার সহধর্মিনী মিসেস সুমাইয়া মোস্তফা। এছাড়া শেরপুর জেলার অন্যান্য পুলিশ অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে পিবিআই প্রধান সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশের কোন জমি যাতে পতিত না থাকে। সেই অনুযায়ী প্রতিটি জায়গায় বৃক্ষ রোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। উল্লেখ্য যে, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিবিআই শেরপুর জেলার উদ্যোগে আরো ১২টি আম গাছের চারা রোপন করা হয়।