মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল ১ ও ২ আসনের প্রতিটি আসনেই রয়েছেন ৬ জন করে প্রার্থী। এদিকে,নড়াইল ২ আসনে জাকের পার্টির প্রার্থী মো:মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধরী এ তথ্য নিশ্চিত করেছেন। নড়াইল-১ আসন (কালিয়া ও সদরের একাংশ) থেকে মনোনয়ন দাখিল করেন ৭ জন প্রার্থী। তবে যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী শিকদার শাহাদত হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন,রিটার্নিং কর্মকর্তা। নড়াইল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন,৬ জন। প্রার্থী’রা হলেন- আওয়ামী-লীগের মনোনিত প্রার্থী সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি,তার স্ত্রী চন্দনা হক (স্বতন্ত্র),জাতীয় পার্টির মিল্টন মোল্যা,জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম,তৃণমূল বিএনপির শ্যামল চৌধরী ও জাতীয় পার্টি (মঞ্জু) শামীমা পারভীন ইয়াসমিন। নড়াইল-২ আসনে (লোহাগড়া ও সদরের একাংশ) মোট মনোনয়পত্র দাখিল করেন,৯ জন পরে যাচাই-বাছাই শেষে দুই জন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর লিটু এবং সাংবাদিক লায়ন মো. নূর ইসলাম এর মনোনয়ন বাতিল করেন,রিটার্নিং কর্মকর্তা। এছাড়া এ আসনে রোববার দুপুরে জাকের পার্টির মো. মিজানুর রহমান মিজান মনোনয়ন প্রত্যাহার করেন। নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন,৬ জন প্রার্থী। প্রার্থী’রা হলেন-আওয়ামী-লীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান,এনপিপি’র মো.মনিরুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণফ্রন্টের মো. লতিফুর রহমান,ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান। উল্লেখ্য,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১৭ ডিসেম্বর,প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।