মহাখালীতে গাছ লাগালেও রক্ষণাবেক্ষণের কেউ নেই!

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

শিল্পী আক্তার :  ঢাকা শহরের তাপমাত্রা কমাতে দুই বছরে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এর অংশ হিসেবে সড়ক বিভাজক থেকে শুরু করে ফুটপাতেও গাছ লাগাচ্ছে সংস্থাটি। এরই মধ্যে ২০ হাজার গাছ রোপণ করা হলেও সেগুলোর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে দায়সারা ভাব। অযত্ন-অবহেলায় মরতে বসেছে বিভিন্ন প্রজাতির গাছ। চারা রোপণ করেই যেন দায়িত্ব শেষ করেছে সিটি করপোরেশন।
মহাখালীর আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত বীর উত্তম এ কে খন্দকার সড়ক বিভাজকের উন্নয়ন কাজ শেষ হয়েছে। এর আগে সিটি করপোরেশনের উন্নয়নযজ্ঞে শতাধিক বড় আকৃতির গাছ কাটা হয়। সম্প্রতি সেখানে রোপণ করা হয়েছে চারা। এ ছাড়া দুপাশের ফুটপাতেও অল্প দূরত্বে লাগানো হয়েছে গাছ। কিন্তু ফুটপাতে লাগানো অনেক গাছ ইতিমধ্যে মরে গেছে। বৃষ্টির পর নতুন পাতা গজানো কিছু গাছ মরে গেছে। কোথাও আবার গাছ থাকলেও বাঁশের খাঁচা নেই। কোথাও কোথাও খাঁচা থাকলেও গাছ নেই। কোনো কোনো গাছ ভরে গেছে আগাছায়। ফুটপাতে লাগানো গাছগুলোর যত্ন নিয়ে উদাসীন ভাব দেখা গেছে পথচারী, দোকানিদের মধ্যেও। অনেকেই দেখা যায় ফুটপাতে গাড়ি পার্কিং করছেন। গাছের খাঁচার সঙ্গে তালা দিয়ে রাখছেন সাইকেল। অন্যদিকে ফুটপাতসহ দোকানের সামনের অংশে ঝাড়ু দিয়ে ময়লা রাখা হচ্ছে গাছের গোড়ায়। ফুটপাত ঘিরে অবৈধ দোকানিরাও ময়লা গাছের গোড়ায় ফেলছেন। গাছ লাগিয়েই যেন কর্তৃপক্ষের দায় শেষ। দেখার কেউ নেই! লক্ষ লক্ষ টাকা খরচ করে ফুটপাতে লাগানো গাছ ও বাঁশের খাঁচা  অযত্ন অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে গচ্ছা যাচ্ছে। সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *