ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি তার দেশে অবস্থানরত মার্কিন বাহিনী অবিলম্বে প্রত‍্যাহারের দাবি 

Uncategorized আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন রাজনীতি

 

 

কুটনৈতিক প্রতিবেদক  :  ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি তার দেশে অবস্থানরত মার্কিন বাহিনী অবিলম্বে প্রত‍্যাহার করে নিতে বলেছেন। দেশটির সার্বভৌমত্ব রক্ষাস্বর্থে মার্কিন বাহিনী প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।


বিজ্ঞাপন

একথা ঠিক যে, আরব বিশ্বের জনগণের প্রধান সমস্যাই হচ্ছে মার্কিনীদের নিরন্তর হস্তক্ষেপ, আগ্রাসন, সামরিক ঘাটি স্থাপনসহ বিভিন্নভাবে হুমকি প্রদানের মাধ্যমে নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। মূলত: ওই উদ্দেশ্য সাধন লক্ষ্যে যুক্তরাষ্ট্র জায়নবাদী ইসরায়েলক‍ে মধ‍্যপ্রাচ‍্যে তাদের একটি গ‍্যারিসন রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। এর পাশাপাশি ওই অঞ্চল জুড়ে জালের মতো ছড়িয়ে আছে আরও বহু সংখ‍্যক মার্কিন সেনা, নৌ ও বিমান ঘাটি।

এই প্রেক্ষাপটে ইরাক থেকে সেনা প্রত‍্যাহারের আহ্বান উপেক্ষা করে যুদ্ধবাজ মার্কিন সেখানে গায়ের জোড়ে থেকে যাওয়ার চেষ্টা করে কিনা সেটাই দেখার বিষয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *