আলোচনার মাধ্যমেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে

এইমাত্র জাতীয় বরিশাল

বরিশাল প্রতিনিধি : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ। তাদের সাথে বাংলাদেশের সম্পর্কও ভালো। বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মন্ত্রণালয় প্রস্তাবনা তৈরী করছে। ভারতের পানিসম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমেই আগামীতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে। বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে আশাবাদী।
শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এর আগে সকালে ভিত্তিফলক উন্মোচন এবং মোনাজাতের মাধ্যমে পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এই ভবনে প্রতি তলায় ৩ হাজার স্কয়ারফিট হিসেবে ৪ তলায় মোট ১২ হাজার স্কয়ারফিট জায়গা থাকবে।
পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, শুধু পাকা ভবন করলেই হবে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানামুখি পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের অগ্রনী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু। এছাড়া স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *