ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে নড়াইলে জাতীয় পিঠা উৎসব-১৪৩০ উদযাপন

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : রফিকুল ইসলাম (নড়াইল) :  গতকাল বুধবার  ৩১ জানুয়ারি’  সন্ধ্যা  ৫ টা ২০ মিনিটের সময় নড়াইল জেলা  শিল্পকলা একাডেমির আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় পিঠা উৎসব-১৪৩০ এর আয়োজন করা হয়েছে,  এ খবর  সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  বাঙালি জাতির ঐতিহ্যের ধারক এ পিঠা উৎসব। নড়াইল জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় পিঠা উৎসব-১৪৩০ এর বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার  পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই জেলা প্রশাসক  ও পুলিশ সুপার  ফিতা কেটে ৩ দিনব্যাপী এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে পুলিশ সুপার  বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন।

এ সময়  মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক ও সভাপতি, নড়াইল জেলা শিল্পকলা একাডেমী, মোঃ হামিদুর রহমান, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমী, নড়াইলসহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *