নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) : বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ১.০২৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ৯ ফেব্রুয়ারি বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ রঙ্গিখালী নামক এলাকায় লবণ মাঠের ভিতরে মাদক চোরাকারবারীরা পাচারের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল উল্লেখিত এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের ভিতর তল্লাশী অভিযান পরিচালনা করে।
আনুমানিক বিকেল ৩ টায় টহলদল রঙ্গিখালী এলাকায় লবণ মাঠে ব্যাপক তল্লাশী করে কালো পলিথিনে মোড়ানো ১টি মাদকের প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভিতর হতে ১.০২৩ কেজি ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।
উক্ত স্থানে অন্য কোন বেসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।