আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার নিমিত্ত আদালতে উপস্থিত সকল আসামীদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক- প্রধান বিচারপতি

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : গত ২৫ আগস্ট  বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয় যে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার নিমিত্ত আদালতে উপস্থিত সকল আসামীদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক।


বিজ্ঞাপন

বিধায় আদালতে উপস্থিত আসামীদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন তা নিশ্চিত করতে অধস্তন আদালত/ ট্রাইব্যুনালে উপস্থিত আসামীর পক্ষে কোনো আইনজীবী না থাকলে উক্ত আসামীর জন্য লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করতে হবে ।


বিজ্ঞাপন

এছাড়া, উক্ত বিজ্ঞপ্তিতে আদালতে উপস্থিত কোনো আসামীর পক্ষে আইনজীবী নিযুক্ত থাকলে উক্ত আইনজীবী যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক জারীকৃত উক্ত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কর্তৃক জারীকৃত এক পত্রে জাতীয় আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০২৪ এর অনুচ্ছেদ ২ এর উপ-অনুচ্ছেদ (১) (থ) এর বরাতে উদ্ভুত কোনো বিশেষ পরিস্থিতির কারণে আদালতে উপস্থিত আসামী যদি কোনো আইনজীবী নিযুক্ত করতে না পারেন।

তাহলে উক্ত আসামীকে অসমর্থ ব্যক্তি হিসেবে গণ্যক্রমে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল হতে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *