‘নিজেকে সবসময় তৈরি রাখি’— মিম 

Uncategorized জাতীয় ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী সাহিত্য-সংস্কৃতি

বিদ্যা সিনহা মিম।


বিজ্ঞাপন

 

বিনোদন প্রতিবেদক :  সবশেষ ‘পরাণ’ সিনেমার মাধ্যমে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। রায়হান রাফী পরিচালিত এ ছবিটি সে বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়। এরপর একই পরিচালকের ‘দামাল’ সিনেমার মাধ্যমেও প্রশংসিত হন তিনি। পরবর্তীতে একাধিক নতুন সিনেমায় কাজ করার কথা হয় তার।


বিজ্ঞাপন

সেগুলো এরইমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। তবে গত দুই মাসে দেশের সার্বিক পরিস্থিতির কারণে সিনেমার সব কাজই পিছিয়ে যায়। যার ফলে মিমও শুটিং থেকে দূরে ছিলেন।

তবে সিনেমার শুটিং থেকে দূরে থাকলেও নিজেকে সবসময় প্রস্তুত রাখেন ব মানবজমিনকে জানালেন এই গ্ল্যামারাস নায়িকা। গতকাল দুপুরে মিমের সঙ্গে যখন কথা হয় তখনও জিম করছিলেন তিনি। নিজেকে প্রস্তুত করা প্রসঙ্গে এ নায়িকা বলেন, সার্বিক পরিস্থিতির কারণে তো গত দুই মাসে কাজ হয়নি কোনো।

আমার যে কয়েকটি সিনেমা শুরুর কথা, তার শুটিং বেশির ভাগই ঢাকার বাইরে হবে। সুতরাং, এখনই হয়তো কাজ শুরু করা সম্ভব নয়। হয়তো পরিস্থিতি আরও একটু স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বর নাগাদ শুটিং শুরু হতে পারে। তবে সম্প্রতি কিছু ব্র্যান্ডের কাজ করেছি। মিম কথা প্রসঙ্গে বলেন, শুটিং না করলেও নিজেকে সবসময় তৈরি রাখি আমি। যেন যেকোনো সময় শুটিং শুরু করতে পারি। যেমন- এখনো জিম করছি।

পাশাপাশি অভিনয় কিংবা ফিটনেসের জন্য যা যা প্রস্তুতি দরকার সেগুলো করতে থাকি। এটা অনেক আগে থেকেই করি। এদিকে মিমের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এরমধ্যে ওয়াহিদ তারেক পরিচালিত সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’র কাজ শেষ করেছেন তিনি।

পাশাপাশি সুমন ধর পরিচালিত ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। ১৯৯৫ সালের ২৩শে আগস্ট দিনাজপুরের ইয়াসমিন নামে এক তরুণী ধর্ষণ, হত্যা ও সেই সময়ের আন্দোলন নিয়ে তৈরি হবে এ সিনেমা। এতে ইয়াসমিন চরিত্রে অভিনয় করবেন মিম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *