ঠাকুরগাঁওয়ে ভোরের ঘন কুয়াশা আর শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

জসীমউদ্দীন ইতি, (ঠাকুরগাঁও) : মাঝরাতে মৃদু বাতাসে শরীরে ঠাণ্ডা লেগে যায়। ভোরের ঘন কুয়াশার শিশির ভেজা ঘাস দেখা যায়। হয়তো আর কিছুদিন পর ঠাণ্ডার প্রভাব ধীরে ধীরে বাড়বে বলে মনে হচ্ছে।


বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে রোদ-বৃষ্টির শেষ শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতে কিছু নিচু জমির শাকসবজির ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা।


বিজ্ঞাপন

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম  জানান, কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়া উঁচু-নিচু জমির সবজি চাষে বৃষ্টির পানি ও শীতের কারণে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে ।

কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মীরা কারিগরি সহায়তাসহ বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন।আবহাওয়া অনুকূলে থাকলে আগাম শীতকালীন সবজি বাম্পার ফলন হবে বলে আশা করে কৃষি বিভাগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *