নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আইলাতলী সীমান্ত থেকে ৪১ লক্ষাধিক টাকা মূল্যের ৩,৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ মঙ্গলবার ১২ নভেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ আইলাতলী বিওপির জেসিও নায়েব সুবেদার মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ মেইন পিলার ১১২৬/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব গোরাকুড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে।
উদ্ধারকৃত জিরার আনুমানিক সিজারমূল্য ৪১,৪০,০০০ টাকা। উদ্ধারকৃত জিরা ময়মনসিংহ কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।