নিজস্ব প্রতিনিধি (বগুড়া) : উদ্ভিদ বিজ্ঞানীদের মতে বিলুপ্তপ্রায় পারুল গাছ। গবেষক এবং বৃক্ষপ্রেমীরা এই গাছ উপমহাদেশে তন্নতন্ন করে খুঁজে কোথাও সন্ধান পাননি। এক সময় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কাসহ এই উপমহাদেশের বিভিন্ন দেশে এই গাছ পাওয়া যেতো। এক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কম বেশি এই পারুলের দেখা মিলতো।
বাংলাদেশে এই গাছকে বলে ‘পারুল গাছ’। ভারতে হিন্দিতে বলে ‘পারুলা’ আর ইংরেজিতে এই গাছের নাম ‘সিনেক ট্রি’। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে এই পারুল BIGNONIACEACE পরিবারের বৃক্ষ।
বগুড়ার এই পারুল গাছটির উচ্চতা ৬০ থেকে ৭০ ফুট হবে। পারুল গাছটির পাতার রং গাঢ় সবুজ। পাতাগুলো ৬/৭ ইঞ্চি লম্বা হয়। শুস্ক মৌসুমে এই গাছের পাতা ঝরে যায়। আবার মার্চ-এপ্রিল মাসের দিকে পাতা গজায় এবং ফুল ফোটে। সাদা রঙের ফুল। ফুলগুলো ১ ইঞ্চির মত লস্বা হয়।
এই ফুলে সচারচার ৫টি পাঁপড়ি থাকে। যখন ফুল ফোটে তখন ওই ফুলের মিষ্টি সৌরভ পুরো এলাকা মাতিয়ে তোলে। ফুল থেকে এক সময় ফল হয়। সেটি দেখতে বরবটির মত। ছোটছোট বীজে ভরা থাকে সেই ফল। উদ্ভিদ বিজ্ঞানীরা এই গাছের সন্ধান পাওয়ার পর থেকে বংশ বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত এই পারুল গাছের চারা