নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নবগঠিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভা গতকাল সোমবার ৯ ডিসেম্বর, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের প্রধান কার্যালয়, পল্টন, ঢাকায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে গত জুলাই-আগস্ট /২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্য ও ছাত্র জনতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভার শুরুতে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ডাবলু শুভেচ্ছা বক্তব্য দেন এবং পরবর্তীতে উক্ত এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো: সালাহউদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য শুভেচ্ছা বক্তব্যসহ ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কর্মপরিকল্পনা সমন্বিত মতামত পেশ করেন।
পরিশেষে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সম্মানিত সভাপতি কামরুল হাসান তালুকদার তাঁর সমাপনী বক্তব্যে অত্র এ্যাসোসিয়েশনের এই বিশাল সংখ্যক প্রায় দুই লক্ষ বিশ হাজার পুলিশ সদস্যদের কিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ তাদের উন্নয়নে কাজ করা যায়
এ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন একই সাথে কমিটির সকল সদস্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের মাধ্যমে কিভাবে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনকে উত্তরোত্তর সফলতার দিকে নিয়ে যাওয়া যায় এই আশাবাদ ব্যক্ত করে সভার কার্যক্রমের সমাপনী ঘোষণা করেন।