নাজমুল হাসান : পেট্রোবাংলা চেয়ারম্যান জননেন্দ্রনাথ সরকার এবং তিতাস গ্যাস ট্রান্সমিশনএন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজ এর সুদূরপ্রসারী পরিকল্পনায় একের পর এক অবৈধ সংযোগের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযান পরিচালনার কারণে লোকসানের হাত থেকে রক্ষা পাচ্ছে গ্যাস বিতরণকারী এই কোম্পানিটি। দেশের অন্যতম গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান তিতাস গ্যাসের অবৈধ সংযোগ এবং অব্যবস্থাপনা ঠেকাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। তিতাস গ্যাসের অভিযান পরিচালনায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা করেছেন তিনি।
তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাজধানীর মিরপুরে একাধিক শিল্প প্রতিষ্ঠানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মেঢাবিবি-৪ (সাবেক মেঢাবিবি-৬) এ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়।
এ সময় মিরপুরের ১২ নং সেকশনে কালশি এলাকায় ডেনিমিক্স নামক একটি ওয়াশিং কারখানার ১৫০০ সিএফটি একটি বয়লার,১৩০০ সিএফটি গ্যাস চালিত ৫টি ড্রায়ার অবৈধভাবে ব্যবহার করার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ইস্টার্ন হাউজিং কে ব্লকের রোড নং এন/২ এলাকায় আলহামদুলিল্লাহ ওয়াশিং কারখানার ৯০০ সিএফটি একটি বয়লার,১৪০০ সিএফটি গ্যাস চালিত ৫টি ড্রায়ার এবং ইষ্টার্ন হাউজিংয়ের নাম বিহীন আরো একটি ওয়াশিং কারখানায় ১৫০০ সিএফটি ১টি বয়লার,১৫০০ সিএফটি গ্যাস চালিত ৫টি ড্রায়ার অবৈধভাবে ব্যবহার করার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র মেঢাবিবি-৪ (সাবেক মেঢাবিবি-৬) এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী নাসিমুল ইসলাম বলেন, অবৈধ গ্যাসলাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে তিতাস গ্যাসের নিয়মিত অভিযান চলছে সর্বশেষ অভিযানে তিনটি শিল্পকারখানার ৭১০০ সিএফটি অবৈধ গ্যাস ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এ সময় বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের বিবরন যথাক্রমে, ৩/৪” শর্টপিস ৩২টিx৩ফুট= ৯৬ ফুট, ১” শর্টপিস ১১টিx৮ফুট+৩ ফুট= ৯১ ফুট, ২” শর্টপিস ৩টিx৭ফুট= ২১ ফুট, ১” হোস পাইপ= ৬০ ফুট, ৩/৪” হোস পাইপ ২টিx৩০ফুট= ৬০ ফুট, রেগুলেটর-১টি
এবং ১” ভালভ ১টি।