নিজস্ব প্রতিবেদক : জুরাইন প্রেসক্লাবের উদ্যোগে জনপ্রিয় নিউজ পোর্টাল “গ্লোবাল নিউজ বিডি ২৪. কম” এর দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) বিকেলে জুরাইন প্রেসক্লাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জুরাইন কেন্দ্রীয় মাজার মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম আজিজ সাহেব।
গ্লোবাল নিউজ এর সম্পাদক ও জুরাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ রাসেল কবিরের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সাহেল আহমেদ সোহেলের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জুরাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক হৃদয় ইসলাম চুন্নু, শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হা-মিম, প্রচার সম্পাদক হৃদয়, জাতীয় দৈনিক অগ্রযাত্রা পত্রিকার ক্রাইম রিপোর্টার জাহাঙ্গীর আলম পলক, আইপি টিভি নাইন নিউজ এর চেয়ারম্যান ওমর ফারুক, গ্লোবাল নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি হাতিম বাদশাহ, স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন, ক্যামেরা পার্সন শারাফাত হোসেন ফাহাদ প্রমুখ।