কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়ায় অর্ধশতাধিক মানতা সম্প্রদায়ের মাঝে কম্বল উপহার দিয়েছেন উপজেলা প্রশাসন।
জলে জন্ম, জলে মৃত্যু, জলেই জীবন যাপন। হাড় কাঁপানো শীতে জলে বসবাসকারী এসব মানতা সম্প্রদায়ের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। তাই শীত নিবারনের জন্য সোমবার সকাল দশটায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল সংলগ্ন রাবনাবাদ নদীতে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম।
এসময় উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ইউএনও পত্নি সুরাইয়া ফাহিমা এমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম ও উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আশাদুজ্জামান খানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের বরাদ্ধকৃত ৩ হাজার কম্বল বিতরন কার্যক্রমের অংশ হিসেবে হত দরিদ্র এসব মানতা সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।