যশোরের  অভয়নগরে ৪টি ট্রাকে বোঝাই ১ হাজার ৭শ” ৬০ বস্তা ভর্তুকির  ডিএপি সার সহ ট্রাক জব্দ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় সরকারি ভরতুকির  সার পাচারকালে চারটি ট্রাকসহ ১ হাজার ৭৬০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া ওয়েব্রীজের পাশ থেকে পুলিশ এ সার সহ ট্রাক গুলো আটক করে। পুলিশ জানায়, নওয়াপাড়া থেকে ভেড়ামারা ও রাজবাড়ি সদরে এবং নাটোরের সিংড়ায় নিয়ে যাওয়ার সময় ট্রাক ভর্তি অবস্থায় এ সার জব্দ করা হয়।


বিজ্ঞাপন

নওয়াপাড়া কৃষি অফিস ও পুলিশ সুত্রে জানা গেছে, নওয়াপাড়া থেকে ৪টি ট্রাকে করে এক হাজার ৭শ” ৬০ বস্তা ডিএপি সার নিয়ে যাওয়া হচ্ছিল। এদের মধ্যে ভেড়ামারা একটি, রাজবাড়ি সদরে একটি এবং নাটোরের সিংড়ায় দুইটি ট্রাকে করে ওই সার নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়ার চেঙ্গুটিয়া ওয়েব্রীজের পাশ থেকে সার বোঝাই ট্রাক গুলো জব্দ করা হয়েছে। ট্রাক ড্রাইভাররা ওই সারের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ট্রাকভর্তি সারসহ তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন

অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: লাভলী খাতুন জানান, আমরা গোপন সংবাদ পেয়ে গত বুধবার রাত পৌনে ১০ টার সময় উপজেলার চেঙ্গুটিয়া ওয়েব্রীজের পাশ থেকে ট্রাকভর্তি এক হাজার ৭শ’ ৬০ বস্তা ডিএপি সার জব্দ করি।


বিজ্ঞাপন

এসময় ওই ট্রাকের ড্রাইভাররা যে কাগজপত্র দেখিয়েছেন তাতে সন্তোষজনক মনে হয়নি। দুইটি ট্রাকে ব্যবসায়ী আবু বক্কার সিদ্দিক ও আশুতোষ কুমার সাহা নাটোরের সিংড়া ঠিকানা রয়েছে। ওই দুইটি ট্রাকে ৮ শত ৮০ বস্তা ডিএপি রয়েছে। অন্য একটি ট্রাকে মেসার্স আদর্শ ট্রেডিং কর্পোরেশন ভেড়ামারা কুষ্টিয়ার ঠিকানায় ৪ শত ৬০ বস্তা এবং আব্দুর রাজ্জাক রাজবাড়ি সদরের ঠিকানায় ৪ শত ২০ বস্তা সার ছিলো।

ওই সার নওয়াপাড়ার আমদানীকারক প্রতিষ্ঠান সাইফুল্লাহ তাকওয়া ও তাইবা সাইফুল্লাহ এস এ এর নিকট থেকে ক্রয় করে তানিয়া এন্টার প্রাইজ উজিরপুর, বরিশাল, বিসমিল্লাহ ষ্টোর, বন্ধন ট্রেডার্স, ঝালকাঠি সদর, এস এস এন্টার প্রাইজ, দুর্গাপুর রাজশাহী নেয়ার কথা ছিলো। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

নাম প্রকাশ না করার শর্তে নওয়াপাড়ার এক ব্যবসায়ী জানান, নওয়াপাড়া থেকে প্রতি নিয়ত সরকারের ভর্তুকি দেয়া সার গোপনে বিক্রি হয়ে থাকে। ওই সার অবৈধভাবে বিক্রি হয়ে পাচার হয়ে যাচ্ছিল।

জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. এমাদুল করিম বলেন, চার ট্রাকভর্তি এক হাজার সাত শত ৬০ বস্তা ডিএপি সার থানায় এনে রাখা হয়েছে। ওই সারের কাগজপত্র যাচাইবাছাই করা হচ্ছে। থানায় কোন মামলা হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *