ভৈরব নদে ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই জাহাজ ডুবি

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর) :  যশোর জেলার শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়াতে ভৈরব নদে ইউরিয়া সার বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার সকালে উপজেলার শুভরাড়া এলাকায় ভৈরব নদে ইউরিয়া সার বোঝাই এম.ভি. সেভেন সীজ-৪ কার্গো জাহাজটির তলা ফেটে পানি ঢুকে নদের পানিতে ডুবে যায় বলে জানা যায়। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল বলে সংশ্লিষ্টরা বলছেন।


বিজ্ঞাপন

ওই ইউরিয়া সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বিদেশ থেকে আমদানি করেছে। ঢাকার পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটস ওই ইউরিয়া সারের পরিবহন ঠিকাদার।


বিজ্ঞাপন

বিসিআইসি সূত্র জানায়, মোংলা বন্দরের বড় জাহাজ থেকে ইউরিয়া সার ছোট জাহাজে (কার্গো জাহাজ) করে অভয়নগরের নওয়াপাড়ায় আনা হয়। নওয়াপাড়ায় কার্গো জাহাজ থেকে নামিয়ে ওই ইউরিয়া সার ট্রাকে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার সরকারি বাফার গুদামে নেওয়া হয়।


বিজ্ঞাপন

সূত্র জানায়, সেখান থেকে কার্গো জাহাজ এম.ভি. সেভেন সীজ-৪ এ বোঝাই দিয়ে গত ৫ ফেব্রুয়ারি রাতে জাহাজটি অভয়নগর উপজেলার শুভরাড়া খেয়াঘাট এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। গত শনিবার রাতে শক্ত কোনো কিছুর সঙ্গে তলদেশের আঘাত লেগে কার্গো জাহাজটি তলা ফেটে যায়। এতে জাহাজে পানি উঠতে থাকে। এরপর নদে জোয়ার শুরু হয়। এসময় জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। রোববার সকাল পাঁচটার দিকে জাহাজটি নদের পানিতে তলিয়ে যায়।

শনিবার জাহাজ থেকে ইউরিয়া নামানোর কাজ শুরু হয়। ৯০০ বস্তা সার নামানো হয়। জাহাজের তলদেশের সঙ্গে পাথর কিংবা শক্ত কোনো বস্তুর সজোরে আঘাত লাগে। এতে কার্গো জাহাজটির তলদেশ ফেটে যায়। রাত ১২টার দিকে নদে জোয়ার আসতে শুরু করে। এতে জোয়ারের সময় জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। রোববার ভোর পাঁচটার দিকে জাহাজটি নদের পানিতে ডুবে যায়।

জাহাজের মাস্টার বলেন, কার্গো জাহাজে পানি ঢুকে অনেক সার ভিজে গেছে। রোববার জাহাজ থেকে প্রায় ৪০০ মেট্রিক টন ইউরিয়া সার নামানো হয়েছে।

পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান সামিট অ্যাসোসিয়েটস এর ব্যবস্থাপক ওবায়দুল হক বলেন, অভয়নগরের ভৈরব নদে ইউরিয়া সার বোঝাই জাহাজ ডুবে যাওয়ার কোনো খবর আমরা পাইনি।

এর আগে গত ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার সিদ্দিপাশা এলাকায় ভৈরব নদে গম বোঝাই এমভি ওয়েস্টার্ণ-২ কার্গো জাহাজটি কাত হয়ে পানি ঢুকে নদের পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৭০০ মেট্রিক টন গম ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *