সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপি’র আয়োজনে সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে প্রথম পর্বে আলোচনা সভা ও ২য় পর্বে কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে।
নব গঠিত সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র দুই সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম এর নাম ঘোষণা করেন জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড.শাহ মো: ওয়ারেছ আলী মামুন। পরবর্তীতে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের নাম ঘোষণা করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বক্তব্য রাখেন। এতে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় কার্য-নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি’র সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুবেল , সাংগঠনিক সম্পাদক লোকমান আলী খান, জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল,কেন্দ্রীয় যুবদল নেতা আনন্দ শাহ, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম তালুকদার, মামুন অর রশীদ, আব্দুল ওয়াহাব, সুরুজ্জামান সুরুজ, দুলাল মিয়া, এ্যাডভোকেট হুমায়ুন কবীর খান, আব্দুল বারীক, নাজমুল ইসলাম নাজু প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলন পরিচালনা করেন জেলা বিএনপি’র উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
সম্মেলনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ গ্রহণ করেন।