পাবনার ঈশ্বরদী মহিলা কলেজের ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

পাবনা প্রতিনিধি  :  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনা ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী মহিলা কলেজ মাঠে পাবনা জেলা ছাত্রদলের আয়োজনে কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।


বিজ্ঞাপন

উদ্বোধনকালে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে ভোট অধিকার ফিরিয়ে দিতে এই মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘ১৬ বছর যাবত সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীর ভোট প্রয়োগ করে নির্বাচিত করতে পারেনি আজ তারেক রহমানের নির্দেশে ধীরে ধীরে ভোট অধিকার ফিরে পাচ্ছে।


বিজ্ঞাপন

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম-সম্পাদক সম্পাদক রাজিব আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি রেহানা আক্তার শিরিন, যুগ্ন-সাধারণ সম্পাদক নাসরিন আক্তার পপি, সহ-সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাদিম হায়দার, মাহাবুবুর রহমান তরুণ।

কাউন্সিলে ঈশ্বরদী মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন সুবর্ণ রায় ও সাধারণ সম্পাদক মরিয়ম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *