মার্গা নেট ওয়ান’র বিরুদ্ধে প্রবাসী ব্যবসায়ির সাথে প্রতারনার অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  মার্গা নেট ওয়ান লিমিটেড এর পরিচালক মো: মনোয়ার হোসেন খালিদ বিরুদ্ধে একজন লন্ডন প্রবাসি ব্যবসায়ির সাথে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারিত প্রবাসি ব্যবসায়ি মিসবাহ উদ্দিন চৌধুরী এবিষয়ে প্রতিকার চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)এর কমিশনার বরাবর আবেদন করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে।


বিজ্ঞাপন

আবেদনে বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেস এন্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ উদ্দিন চৌধুরী বলেন,আমি লন্ডনে সুনামের সাথে ব্যবসার পাশাপাশি কমিউনিটির নানা সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত আছি। সম্প্রতি পারিবারিক কাজে বাংলাদেশে সফরে আসলে পথিমধ্যে পরিচয় হয় ব্যবসায়ি মো: মনোয়ার হোসেন খালিদ(পরিচালক-মার্গা নেট ওয়ান লিমিটেড) এর সাথে ।


বিজ্ঞাপন

পরিচয়ের সুবাদে তিনি আমাকে তার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ অংশিদার হওয়ার প্রস্তাব করে। এবং বিনিয়োগ থেকে লাভের অর্ধেক আমাকে দেয়ার প্রস্তাব করে। লিখিত চুক্তি সম্পাদনের পূর্বেই আমি সরল বিশ্বাসে কয়েক দফায় তাকে ২৫ লাখ টাকা প্রদান করি। চুক্তিনামার একটি খসড়া আমাকে হোয়াটএ্যাপে প্রেরণ করে।


বিজ্ঞাপন

আবেদনে তিনি আরো বলেন,অত:পর তিনি আমার কাছে আরো টাকা দাবি করেন। কিন্ত চুক্তিনামায় স্বাক্ষর ও ব্যবসার অগ্রগতির ফলাফল না পাওয়া পর্যন্ত আমি আরো টাকা দিতে অপারগতা প্রকাশ করি এবং আমার দেয়া টাকা ফেরত দিতে বলি।

এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন-” টাকা ফেরত দেবেন না।বারাবারি করলে আপনার পরিণতি ভাল হবে না।” এমন হুমকি দেয়ার পর মনোয়ার হোসেন খালিদ আমার মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছে। যে কারনে প্রবাস থেকে আমি তার সাথে কোন রকম যোগাযোগ করতে সক্ষম হচ্ছিনা।

বিনিয়োগকৃত টাকা আদায় ও মনোয়ার হোসেন খালিদ এর প্রতারনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে; প্রবাসিদের দেশে বিনিয়োগে উদ্বুদ্ধকরণে সহায়তা করতে দাবি জানিয়েছেন মিসবাহ উদ্দিন চৌধুরী ।

এবিষয়ে বক্তব্য নেয়ার জন্যে মার্গা নেট ওয়ান লিমিটেড এর পরিচালক মো: মনোয়ার হোসেন খালিদ এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *