গোপালগঞ্জের কোটালিপাড়ায় দিনে দুপুরে ডাকাতি, প্রতিবন্ধী যুবককে হত্যা 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের কোটালীপাড়ার লাকিরপাড় এলাকায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতদল বাড়ির মালিকের একমাত্র ছেলে প্রতিবন্ধী পিয়াস মজুমদার (২৪) এর হাত-পা বেঁধে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে। মঙ্গলবার ১১ মার্চ দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। পিয়াস মজুমদার ঐ গ্রামের পল মজুমদারের ছেলে।


বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা  যায়, গ্রাম্য চিকিৎসক পল মজুমদার ও তার চাকুরিজীবি স্ত্রী তাদের একমাত্র সন্তান পিয়াস মজুমদারকে একা ঘরে রেখে পেশাগত কাজে বাহিরে যায়। দুপুর ১২টার পর পিয়াসের বাবা বাড়ি ফিরে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সব মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। পরে কাঁথা-কম্বল দিয়ে হাত-পা বাঁধা উপুড় অবস্থায় পিয়াসকে দেখতে পায়।


বিজ্ঞাপন

দ্রুত কোটালীপাড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত ঘোষনা করেন।পল মজুমদারের অভিযোগ তার ছেলে পিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


বিজ্ঞাপন

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড় গ্রামের পল মজুমদারের ঘরের ভিতর ঢুকে তার প্রতিবন্ধী ছেলে পিয়াস মজুমদার-কে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায়।

কারা এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনো পরিস্কার নয় বলে জানিয়েছেন কোটালিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *