জাদুকাটায় পণতীর্থ স্নানযাত্রা শুরু

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি  (সিলেট)  : সনাতন ধর্মালম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে বিশেষ মাহাত্ম্য বহন করে ভারতের মেঘালয় রাজ্য থেকে সৃষ্ট জাদুকাটা নদী। সুনামগঞ্জ সীমান্তের তাহিরপুরের এ নদীর পণতীর্থ গঙ্গা স্নানযাত্রা মহোৎসব বুধবার থেকে শুরু হবে। স্নানযাত্রায় এবারও লাখো পূর্ণার্থীদের সমাগম ঘটবে।


বিজ্ঞাপন

বুধবার রাত ১১টা ১ মিনিট ৫৩ সেকেন্ড থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ, বৃহস্পতিবার রাত ৯টা ২৪ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত স্নানের তিথি। স্নানযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহিরপুরে সমবেত হচ্ছেন পূর্ণার্থীরা।


বিজ্ঞাপন

স্নানযাত্রা উপলক্ষ্যে মঙ্গলবার থেকেই দেশ-বিদেশের লাখো পণতীর্থ স্নানযাত্রা মহোৎসবে যোগ দিতে তাহিরপুরের শ্রী শ্রী অদ্বৈত প্রভুর আঁখড়াবাড়ি, রাজারগাঁও, গড়কাটি, গড়কাটি ইসকন মন্দির, বাদাঘাট, মোল্লাপাড়াসহ আশেপাশের গ্রামগুলোতে সমবেত হয়েছেন।


বিজ্ঞাপন

প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুভযোগে পণতীর্থে স্নান করলে সব পাপ মোচন হয় বলে বিশ্বাস হিন্দু ধর্মালম্বীদের। পণতীর্থে জাদুকাটা নদীতে স্নান করাকে গঙ্গাস্নান হিসাবে বিশ্বাস করেন তারা।

স্নানযাত্রা উপলক্ষ্যে জাদুকাটার তীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে যৌথ বাহিনীর তিনটি অস্থায়ী ক্যাম্প। দেওয়া হচ্ছে টহল।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘বুধবার রাত থেকে জাদুকাটার পাড়ে পণতীর্থ স্নানযাত্রা শুরু হবে। পূণ্যস্নানে আগত ভক্ত, পূণ্যার্থী, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় বিজিবি,পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে। যৌথ বাহিনীর তিনটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।

অপতৎপরতা প্রতিরোধে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক তিনটি ভ্রমামাণ আদালতের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *