যশোর শার্শাা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাইকোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছেলে। এ ঘটনায় শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কোহিনুর বেগমের ছেলে তরিকুল ইসলাম শার্শা থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, তার পারিবারিক জমিজমা নিয়ে প্রতিবেশী ওই গ্রামের নাজিমুদ্দিন গাজীর ছেলে মনিরুজ্জামান, মৃত কফিল উদ্দীন গাজীর ছেলে নাসির উদ্দীন গাজী, কামরুজ্জামান মিলনের স্ত্রী জালিয়া খাতুন ও তার মেয়ে মিলি খাতুন সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ এপ্রিল বিরোধপূর্ণ জমিতে আমিন এনে সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো হয়। কিন্তু ২২ এপ্রিল বিকেল ৫টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক সেই খুঁটি উঠিয়ে তাদের জমিতে প্রবেশ করে প্রাচীর নির্মাণ করতে থাকেন।

ঘটনার সময় তরিকুল ইসলামের মা কোহিনুর বেগম (৬৫) বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে, অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ সময় মনিরুজ্জামান সুমন তার হাতে থাকা লাঠি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাতের চেষ্টা করলে। তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে ডান তর্জনীতে গুরুতর আঘাত পান।

এছাড়া অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার পরিহিত কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে তার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে বলা হয়।
স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তরিকুল ইসলাম বাড়িতে এসে মাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।